23 এপ্রিল ONEPLUS 7 য়ের লঞ্চের ডেট জানাবে

23 এপ্রিল ওয়ানপ্লাস ONEPLUS 7 য়ের লঞ্চের ডেট জানাবে


23 এপ্রিল ওয়ানপ্লাস ONEPLUS 7 য়ের লঞ্চের ডেট জানাবে
  • OnePlus 7 য়ের সঙ্গে আরও দুটি ফোন লঞ্চ হতে পারে
  • নতুন ডিজাইনের আর স্মুথ অভিজ্ঞতার জন্য ডিভাইস গুলি আসবে
  • মে মাসে লঞ্চ করা হতে পারে
OnePlus 23 এপ্রিল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার ডেট জানাবে। আর এই বিষয়ে কোম্পানির CEO আর ফাউন্ডার Pete Lau টুইটারের মাধ্যমে জানিয়েছেন। টুইটারে জানা গেছে যে 23 এপ্রিল কোম্পানি বলবে যে কবে OnePlus 7 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। আর একটি লিক অনুসারে কোম্পাই OnePlus 7, OnePlus 7 Pro আর OnePlus 7 Pro 5G নিয়ে আসবে।


এই মোবাইল ফোনটিতে আপনারা ডিজাইনে অনেক কিছু নতুন পাবেন। এই মোবাইল ফোনের কেস রেন্ডার থেকে জানা গেছে যে মোবাইল ফোনটিতে আপনারা একটি পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর এছাড়া এই ফোনে ভার্টিকাল ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আর ক্যামেরার সঙ্গে আপনারা LED ফ্ল্যশ পাবেন আর এছাড়া এতে আপনারা USB Type C র পোর্টও পাবেন আর সঙ্গে অ্যালার্ট স্লাইডারের জন্য একটি কাটআউট দেখা যেতে পারে।
একটি সাম্প্রতিক রেন্ডার অনুসারে এই ফোনে আপনারা একটি USB Type C পোর্ট পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে লাইডস্পিকার গ্রিলও দেখতে পারবেন। আর এছাড়া এখানে প্রাইমারী মাইক্রোফোন দেখা যেতে পারে। আর এছাড়া ফোনের নীচে আপনারা একটি সিম ট্রে পেতে পারেন। আর এও মনে করা হচ্ছে যে এই ফোনটির সাইডে কোন সিম ট্রে থাকবে না।

Post a Comment

Previous Post Next Post