VIVO U1 ফোনটি ভারতে 6,490 টাকায় লঞ্চ হতে পারে

VIVO U1 ফোনটি ভারতে 6,490 টাকায় লঞ্চ হতে পারে


VIVO U1 ফোনটি ভারতে 6,490 টাকায় লঞ্চ হতে পারে

  • 10,000 টাকা দামের মধ্যে থাকা ফোন গুলিকে প্রতিযোগিতা দেবে

  • Vivo U সিরিজে দুটি ফোন লঞ্চ হতে পারে

  • একটি অ্যান্ড্রয়েড গো ডিভাইসও আসতে পারে
Vivo ফেব্রুয়ারি মাসে তাদের U সিরিজের প্রথম ফোন Vivo U1 চিনে লঞ্চ করেছিল। 91mobiles য়ের রিপোর্ট অনুসারে vivo তাড়াতাড়ি ভারতে তাদের U সিরিজ ফোন আনতে পারে। রিপোর্ট অনুসারে Vivo U1 ফোনটি ভারতে 6,490 টাকা(~$92) তে লঞ্চ করা হতে পারে।



রিপোর্ট অনুসারে Vivoর নতুন সিরিজের দুটি ফোন ভারতে আসতে পারে। প্রথম ডিভাইসটি Vivo U1 হবে আর দ্বিতীয় ফোনটি একটি অ্যান্ড্রয়েড গো ডিভাইস হতে পারে। আর এই ফোনটি 10,000 টাকা দামের মধ্যে থাকা ফোন গুলিকে করা টক্কর দিতে পারে। আর সোর্স অনুসারে Vivo U1  ফোনটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে এর দাম যথাক্রমে  Rs 6,490 (~$92)  আর Rs 8,490 (~$122) হবে। Vivo Android Go স্মার্টফোনটির বিষয়ে কোন খবর জানা যায়নি।

VIVO U1 ফোনটির স্পেসিফিকেশান

Vivo U1 ফোনটি LCD HD+ ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 1520x720 পিক্সাল। আর এই ফোনটিতে চারদিকে পাতলা বেজেল আছে যা 88.6 % র স্ক্রিন টু বডি রেশিও অফার করে। Vivo U1 ফোনের মেজারমেন্ট 155.11×75.09×8.28mm আর এর ওজন 163.5 গ্রাম।

VIVO U1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। এই স্মার্টফোনে 4,030mAh য়ের ব্যাটারি আছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 8 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এর অ্যাপার্চার f/2.0। আর এই ফোনের ব্যাকে LED ফ্ল্যাশের সঙ্গে 13+2 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর প্রাইমারি সেন্সার অ্যাপার্চার f/2.0 আর সেকেন্ডারি সেন্সার f/2.2 অ্যাপার্চার যুক্ত।


Vivo U1 ফোনটিতে ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অথেন্টিকেশানের জন্য ব্যাবহার করা হচ্ছে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে ফান টাচ OS 4.5 UI তে কাজ করতে পয়ারে। আর এই ডিভাইসটি Vivo র Jovi Ai অ্যাসিস্টেন্সের সঙ্গে আসবে।

VIVO U1 য়ের দাম

Vivo U1 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসের একটি ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ অন্যটি 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর তৃতীয়টি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনের ভেরিয়েন্টের দাম যথাক্রমেঃ RMB 799 ( প্রায় Rs 8,400), RMB 999 ( প্রায় Rs 10,500) আর RMB 1,199 (প্রায় Rs 12,600)রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post