LENOVO L38111 নামে TENAA তে নতুন ডিভাইস দেখা গেছে, এর সম্ভাব্য স্পেসিফিকেশান

LENOVO L38111 নামে TENAA তে নতুন ডিভাইস দেখা গেছে, এর সম্ভাব্য স্পেসিফিকেশান


LENOVO L38111 নামে TENAA তে নতুন ডিভাইস দেখা গেছে, এর সম্ভাব্য স্পেসিফিকেশান
  • ডিভাইসের ব্যাকে ট্রিপ্লে ক্যামেরা থাকবে
  • এটি একটি বাজেট ফোন হতে পারে
  • 3টি ভেরিয়েন্টে এই ডিভাইসটি আসতে পারে
সম্প্রতি Lenovo তাদের Lenovo Z6 Pro ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। আর এর পরে Lenovo একটি নতুন ফোন TENAA তে দেখা গেছে আর তা থেকে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি কোম্পানি তাড়াতাড়ি ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে বাজেট ফোন হিসাবে লঞ্চ করবে। আর চিনের টেলিকম বডি TENAA তে পরবর্তী লেনোভো ফোনের বেশ কিছু স্পেসিফিকেশান আর ছবির বিষয়ে বলেছে যা এই ডিভাইসটি L38111 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।



LENOVO L38111 য়ের স্পেসিফিকেশান

লিস্টিং থেকে জানা গেছে যে Lenovo L38111 কে  IPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে আর এর টপে একটি ওয়াটার ড্রপ নচ থাকবে আর এই ফোনের ডিসপ্লে 2430 x 1080 পিক্সালের ফুল HD+ রেজিলিউশান অফার করবে। আর এই ডিভাইসের ডায়মেনশান 156.4 x 74.4 x 7.9mm আর ওজন 163 গ্রাম হবে।
Lenovo L38111 অক্টা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হবে আর এটি 2.2GHz স্পিডের কল্কড হবে। আর এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্ট 3GB.4GB আর 6GB র‍্যাম আর স্টোরেজে যথাক্রমে 32GB,64GB আর 128GB স্টোরেজ যুক্ত হবে। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য এটি মাইক্রো এসডি কার্ড স্লট যুক্ত হবে।
Lenovo L38111 অ্যান্ড্রয়েড 9 পাই আর OS য়ে কাজ করবে আর এই ডিভাইসের ব্যাকে ভার্টিকাল ট্রিপেল ক্যামেরা থাকবে আর এর মধ্যে একটি 16 মেগাপিক্সলাএর প্রধান ক্যামেরা হবে। হ্যান্ডসেটের ফ্রন্টে 8 মেগাপিক্সলাএর সেলফি ক্যামেরা থাকবে। আর লিস্টিংয়ের ভিত্তিতে বলা যায় যে এই ফোনে 3,930mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি র‍্যাপিড চার্জিং সাপোর্ট করবে কিনা তা এখনও জানা যায়নি। আর এই ফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা গেছে।

Lenovo L38111 কোন নামে লঞ্চ করা হবে বা এর দাম কত হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post