ভারতে NOKIA 4.2 লঞ্চ হয়েছে আর এর দাম 10,990 টাকা
- Nokia 4.2 লঞ্চ হল
- Nokia 4.2 ফোনটির দাম 10,990 টাকা
- ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স আছে এই ফোনে
HMD Global ভারতে তাদের Nokia 4.2 ফোনটি লঞ্চ করেছে এই ফোনটি সবার আগে MWC 2019 য়ে দেখা গেছিল। আর এই ফোনটি এর আগে টিজ করা হয়েছি। Nokia 4.2 ফোনটির টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে। আর এই ফোনে আপনারা গুগল অ্যাসিস্টেন্সের জন্য ডেডিকেটেড বটন দেওয়া হয়েছে।
NOKIA 4.2 ফোনটির স্পেসিফিকেশান
Nokia 4.2 ফোনে আপনারা 5.71 ইঞ্চির HD+ ফুল ভিউ ডিসপ্লে পাবেন আর এর এর রেজিলিউশান 1520x720 পিক্সাল আর এই ফোনে 19:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে একটি 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 505 GPU পাবেন।
Nokia 4.2 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে আপনারা ক্যামেরাতে ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এটি 13MP+2MP র ইয়ামেরা আর ফোনে আপনারা এক্তি 3000mAh য়ের ব্যাটারি পাবেন।
NOKIA 4.2 র দাম
Nokia 4.2 ফোনটি 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এর দাম 10,990 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের একটি পিঙ্ক আর রেড আর ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ফ্লিপকার্ট আর নোকিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।