লঞ্চ হল Redmi Band কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ

কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Redmi Band

কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Redmi Band
Redmi Band-এ 1.08ইঞ্চি কালার ডিসপ্লে থাকবে
হাইলাইট
  • 9 এপ্রিল চিনে বিক্রি শুরু হবে Redmi Band
  • পাঁচটি অ্যাকটিভিটি মোড থাকছে
  • থাকছে হার্ট রেট মনিটর
IN THIS ARTICLE
বাজারে এল Readmi-র প্রথম ফিটনেস ব্যান্ড। নতুন Redmi Band-এ থাকবে কালার ডিসপ্লে। সাইক্লিং, রানিং সহ বিভিন্ন ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করবে এই ডিভাইস। থাকছে হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং। Redmi Band চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে এই ফিটনেস ব্যান্ড চার্জ করা যাবে। আপাতত শুধুমাত্র চিনে এই ডিভাইস বিক্রি করবে Xiaomi।

Redmi Band-এর দাম

Redmi Band-এর দাম 99 ইউয়ান (প্রায় 1,100 টাকা)। আপাতত চিনে বিক্রি শুরু হবে Redmi-র প্রথম ফিটনেস ব্যান্ড।

Redmi Band স্পেসিফিকেশন

Redmi Band-এ থাকছে 1.08 ইঞ্চি কালার ডিসপ্লে। থাকছে পাঁচটি স্পোর্টস মোড। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে একটি অপটিকাল হার্ট রেট সেন্সর। এছাড়াও স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধা থাকছে। চারটি ব্যান্ডে পাওয়া যাবে Redmi Band।
ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4
সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Redmi Band চার্জ করা যাবে। এক চার্জে 14 দিন চলবে এই ডিভাইস। যে কোন Android ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এই ফিটনেস ব্যান্ড।
Water ResistantYes
Heart Rate MonitorYes
Battery Life (Days)14





                                                 news by-gadgets.ndtv.com

Post a Comment

Previous Post Next Post