বিমানে WiFi পরিষেবায় সবুজ সংকেত দিল কেন্দ্র
যাত্রীদের বিমানের মধ্যে WiFi ব্যবহারের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্র। সোমবার সরকারী বিজ্ঞপ্তিতে বিমান কোম্পানিগুলিকে এই কথা জানানো হয়েছে।
“বিমানের প্রধান পাইলট চাইলে যাত্রীদের বিমানের মধ্যে WiFi-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে দিতে পারেন। যদিও বিভিন্ন এই জন্য যাত্রীদের নিজের ইলেকট্রনিক ডিভাইস ফ্লাইট মোড অথবা এরোপ্লেন মোডে ব্যবহার করতে হবে।” এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতে প্রথম বিমানের মধ্যে WiFi পরিষেবা নিয়ে আসছে Vistara। সম্প্রতি Boeing 787-9 এরোপ্লেন কিনেছে কোম্পানিটি। এই বিমানে যাত্রীরা WiFi ব্যবহারের সুযোগ পাবেন।
“” TRAI-এর প্রায় সব শর্তাবলী মেনে আগামী 3-4 মাসের মধ্যে বিমানে WiFi পরিষেবা শুরু করা যাবে।“ জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুণা সুন্দরারাজন।
তিনি জানিয়েছেন শুধুমাত্র দুটি ক্ষেত্রে TRAI -এর শর্ত মানা সম্ভব হয়নি। টেলিকম রেগুলেটরি জানিয়েছিল চাইলে বিদেশী কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা যাবে। কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত ছিল শুধুমাত্র দেশীয় কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে এই পরিষেবা শুরু হবে।
news by-gadgets.ndtv.com