32MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে HONOR 20I লঞ্চ হল

32MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে HONOR 20I লঞ্চ হল






  • ট্রিপেল ক্যামেরা যুক্ত ফোন





  • ফোনটি চিনে লঞ্চ হয়েছে





  • ইউরোপের বাজারে HONOR 20 LIte নামে আসবে


Honor 20i য়ের 3D রেয়ার প্যানেল দেওয়া হয়েছে আর এই ডিভাইসে 6.21 ইঞ্চির IPS LCD আছে আর এর ফ্রন্টে একটি U শেপের নচ দেওয়া হয়েছে। আর এতে একটি ফুল HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে 90 % স্ক্রিন টু বডি রেশিও অফার করেছে।
Honor 20i ফোনের ব্যাকে AI ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে আর এতে একটি 24MP র প্রাইমারি সেন্সা আছে আর এর অ্যাপার্চার f/1.8 আর সেখানে ক্যামেরা 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে আর এর তৃতীয় ক্যামেরা 2মেগাপিক্সালের। আর ক্যামেরাতে বেশ কিছু ফিচার অফার করা হয়েছে যেমন নাইট সিন মোড, অ্যান্টি শক, সুপার স্লো মোশান ভিডিও, প্রফেশানাল মোড,প্যানোরমা আর পোট্রেড মোড আছে। আর এই স্মার্টফোনে কিরিন 710 SoC আছে আর এটি 6GB র‍্যাম আছে।

Honor 20i রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ডিভাইসে ফেস আনলক সাপোর্ট আছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMU 9 আছে। আর এই ডিভাইসে গেমিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য টার্বো গেম 2.0 অ্যাড করা হয়েছে। কানেক্টিভিটি ফোন ডুয়াল 4G VoLTE< Wi-Fi 802.11b/g/n/ac, ব্লুটুথ 4.2, GPS, মাইক্রো USB 2.0, GPS আর 3.5mm হেডফোন জ্যাক অফার করেছে।

Honor 20i গ্রেডিয়েন্ট ব্লু, গ্রেডিয়েন্ট রেড আর ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসটি চিনে 18 এপ্রিল সকাল 10:08 প্রি সোল করা হয়েছে। ইউরোপের বাজারে এই ফোন Honor 20 Lite নামে লঞ্চ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post