REALME 3 PRO মোবাইল ফোনের ক্যামেরা স্যাম্পেল অফিসিয়াল লঞ্চের আগেই জানা গেছে

REALME 3 PRO মোবাইল ফোনের ক্যামেরা স্যাম্পেল অফিসিয়াল লঞ্চের আগেই জানা গেছে


এই মাসের শেষেই ভারতে লঞ্চ হবে Realme 3 Pro ফোনটি আর ফোন লঞ্চের আগে কোম্পানির CEO মাধব শেঠ মোবাইল ফোনের বিষয়ে একটি বড় খবর জানিয়েছেন। তিনি কিছু ছবি ইন্টারনেটে শেয়ার করেছেন, আর তিনি বলেছেন যে এই সব ছবি Realme 3 Pro ফোনের থেকে নেওয়া হয়েছে। আর এই ফোনটি Redmi Note 7 Pro ফোনের প্রতিযোগী হিসাবে আসবে। আর জানা গেছে যে কোম্পানি হিন্টও দিয়েছে যে ফোনে একটি 48MP র ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে।
মাধব শেঠ ক্যামেরা স্যাম্পেল নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন। একটি সেলফি ক্যামেরা থেকে নেওয়া ছবি আর একটি রেয়ার ক্যামেরার পার্ফর্মেন্স দেখিয়েছে।









View image on TwitterView image on TwitterView image on Twitter

Hope you guys had a wonderful weekend.
I am @DelhiUniversity stadium with a bunch of cool students.
yes we are going to launch in campus again
By the way how's the camera quality ?

RT's as I will invite 3 fans to join me on stage.

India Shopps য়ের রিপোর্ট থেকে জানা গেছে যে Realme 3 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 (SD 710) প্রসেসার থাকবে। Realme 3 Pro ফোনটি Redmi Note 7 Pro ফোনের সঙ্গে প্রতিযোগিতায় আসবে যা স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট যুক্ত। 10nm নির্ভর 2.2GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 710 SoC ফাস্ট আর স্ন্যাপড্র্যাগন 675 য়ের তুলনায় ভাল GPU অফার করে।
আর এও জানা গেছে যে এই স্মার্টফোনটি VOCC 3.0 তে আপগ্রেড করা যাবে। VOOC ডিভাইসে 30 মিনিটে 0-75% পর্যন্ত চার্জ করতে পারে। আর এছাড়া রিপোর্টে এও বলা হয়েছে যে Relame 3 Pro Sony IMX519 ক্যামেরা সেন্সার যুক্ত হবে আর ডিভাইসের বিল্ড কোয়ালিটি Realme 2 Pro র মতন হবে আর ডিভাইসের ব্যাক প্লাস্টিকের হবে।
Reame 3 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে আনা হতে পারে। ডিভাইসের একটি ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত হবে আর এর দ্বিতীয় ভেরিয়েন্টটি হয়ত 4GB র‍্যাম আর 64GB ভেরিয়েন্টের হবে। আর এর তৃতীয় ভেরিয়েন্টটি 6GB র‍্যামের সঙ্গে 64GB ভেরিয়েন্টের হবে।

Post a Comment

Previous Post Next Post